উত্তর : উক্ত অবস্থায় ছালাত হয়ে যাবে। তবে মসজিদ তৈরি করার সময় যেকোন পদ্ধতিতে ক্বিবলার দিক নির্ধারণ করা আবশ্যক (সূরা আল-বাক্বারাহ : ১৪৪; ছহীহ বুখারী, হা/৩৯৯)। আর এমন কম বেশী থাকলে ছালাত হয়ে যাবে মর্মে হাদীছে ইঙ্গিত পাওয়া যায় (তিরমিযী, হা/৩৪২; নাসাঈ, হা/২২৪৩; ইবনু মাজাহ, হা/১০১১; মিশকাত, হা/৭১৫, সনদ ছহীহ)। আল্লামা ছান‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ হাদীছ ক্বিবলামুখী হওয়া প্রমাণ করে। তবে একেবারেই কা‘বার মাঝামাঝি হতে হবে তা নয়। বরং ক্বিবলামুখী হওয়াটা যরূরী’ (সুবুলুস সালাম, ১ম খণ্ড, পৃ. ২৬০)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) একই মন্তব্য করেছেন (আশ-শারহুল মুমতি‘ ‘আলা যাদিল মুসতাক্বনি‘, ২য় খণ্ড, পৃ. ২৭৩)। অতএব মুছল্লী যথাসাধ্য সঠিকভাবে ক্বিবলার দিক নির্ধারণ করে ছালাত আদায়ের চেষ্টা করবে (ইবনু কুদামা, আল-মুগনী, ১ম খণ্ড, পৃ. ৩২৫)।
প্রশ্নকারী : আসাদুল ইসলাম, মুর্শিদাবাদ, ভারত।