উত্তর : এ মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড বলেন, ‘ফরয ছালাতের পর ইমাম অথবা মুক্তাদী কারোর জন্যই একাকী অথবা সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। বরং এটি বিদ‘আত। এই আমল রাসূল (ﷺ) থেকেও প্রমাণিত নয়, ছাহাবীগণ থেকেও প্রমাণিত নয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/১০৩; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৬/১৫৮ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, ঢাকা।