উত্তর : হাদীছে এ কাজ হতে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে (বুখারী, হা/২২৮৪; ছহীহ মুসলিম, হা/১৫৬৫)। তবে যদি পশুর যত্ন ও সেবার জেন্য কিছু গ্রহণ করে তবে সমস্যা নেই। কিন্তু তা নিজের কাজে ব্যয় করতে পারবে না। তবে প্রয়োজনে শর্তহীনভাবে সম্মানী বা হাদিয়া স্বরূপ কিছু গ্রহণ করা যেতে পারে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ১৫/৭৪-৭৫ পৃ.)। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, বনু কিলাবের জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-কে ষাড়ের পাল বা প্রজননের মজুরীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাকে তা করতে নিষেধ করলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা ষাড়ের পাল দেয়ার বিনিময়ে কিছু হাদিয়া পেয়ে থাকি। তখন তিনি তাকে হাদিয়া গ্রহণের অনুমতি দিলেন’ (তিরমিযী, হা/১২৭৪, সনদ ছহীহ)। অতএব নিছক ব্যবসা হিসাবে এটি করা যাবে না।
প্রশ্নকারী : মুহাম্মাদ রনি, বাঘা, রাজশাহী।