উত্তর : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সেভাবেই ছালাত আদায় কর, যেভাবে আমাকে আদায় করতে দেখেছ (ছহীহ বুখারী, হা/৬৩১)। দলীলের জন্য এতটুকুই যথেষ্ট যে, যা বর্ণিত হয়েছে তা গ্রহণ করা আর যা বর্ণিত হয়নি সে সম্পর্কে প্রশ্ন এড়িয়ে চলা বা পরিহার করা (সূরা আল-হাশর : ৭)। রাসূলুল্লাহ (ﷺ)-এর তাকবীর শুনেই ছাহাবীগণ ছালাতে অবস্থান পরিবর্তন করতেন। ছাহাবীগণ মুক্তাদি হিসাবে তাকবীর ধীরেই বলতেন, কারণ তারা শব্দ করে বললে অবশ্যই তা হাদীছে উল্লেখ করা হত। যেমন আমীন শব্দ করে বলার ব্যাপারে হাদীছ স্পষ্ট এসেছে।
প্রশ্নকারী : মিছবাহুল ইসলাম আকন, পশ্চিমবঙ্গ, ভারত।