উত্তর : এমন মসজিদে ছালাত আদায় করা বৈধ। ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি মসজিদের সামনে কোন কবর থাকে তাহলে অধিক সতর্কতাস্বরূপ কবর এবং মসজিদের মধ্যখানে মসজিদের দেয়াল ছাড়াও অতিরিক্ত একটা দেওয়াল অথবা উভয়কে পৃথককারী কোন রাস্তা থাকা উচিত। আর এটাই অধিক নিরাপদ এবং উত্তম’ (মাজমূঊ ফাতাওয়া শায়খ ইবনু বায, ১৩/৩৫৭ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুর রব, বরিশাল।