উত্তর : কোন মুসলিম মৃতুব্যক্তিকে ‘মারহূম’ বা ‘মাগফূর’ বলা যাবে না। তার জন্য শরী‘আত কর্তৃক সুন্নত হলো ‘রাহিমাহুল্লাহ’ বা ‘গাফারাহুল্লাহ’ এই ধরনের শব্দ ও দু‘আ ব্যবহার করা। কেননা যে কোন ব্যাক্তিকে নির্দিষ্ট করে জান্নাতী বা জাহান্নামী বলা বৈধ নয়, শুধু আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) যার জন্য সাক্ষ্য দিয়েছেন তিনি ব্যতীত। যেমন জাহান্নামী আবূ জাহাল ও আবূ লাহাব এবং জান্নাতী আবূ বকর ও উমার (রাযিয়াল্লাহু আনহুমা) ইত্যাদি। তবে অব্যশই মুমিন বান্দার ক্ষেত্রে ভালো এবং কাফের ব্যাক্তির জন্য খারাপ আশাবাদ ব্যাক্ত করতে পারে (মাজমূউ ফাতাওয়া ওয়া মাকালাতুশ শাইখ ইবনে বায, ৫/৩৫৫ পৃ.)। এ বিষয়ে ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শুভ ধারণা হিসাবে কোন ব্যাক্তির ক্ষেত্রে বলতে পারে তবে সেটা খবর হিসাবে নয়’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ৩/৮৫ পৃ.)।
প্রশ্নকারী : আবু তাহের, সাভার ঢাকা।