উত্তর : নিজের বৈধ অধিকার ফিরিয়ে নিতে হবে। আবার আত্মীয়তার বন্ধনও রক্ষা করতে হবে। তাই এ বিষয়ে উভয় পক্ষকে সহনশীল হতে হবে। নইলে হঠকারী পক্ষ দায়ী হবে এবং পরিণাম ভয়াবহ হবে। রাসূল (ﷺ) বলেন, مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِيْنَ ‘যে ব্যক্তি কারু এক বিঘত জমি অন্যায়ভাবে দখল করবে, ক্বিয়ামতের দিন তার গলায় সাত তবক যমীনের বেড়ী পরানো হবে’ (ছহীহ বুখারী, হা/৩১৯৮; ছহীহ মুসলিম, হা/১৬১০; মিশকাত, হা/২৯৩৮)। অন্য বর্ণনায় এসেছে, مَنْ أَخَذَ أَرْضاً بِغَيْرِ حَقِّهَا كُلِّفَ أَنْ يَحْمِلَ تُرَابَهَا إِلَى الْمَحْشَرِ ‘অন্যায়ভাবে ভোগ করা সমস্ত মাটি তার মাথায় চাপিয়ে দেয়া হবে এবং তাকে তা বহন করতে বাধ্য করা হবে’ (মুসনাদে আহমাদ, হা/১৭৫৯৪; মিশকাত, হা/২৯৫৯, সনদ হাসান)।
প্রশ্নকারী : মফিজুল ইসলাম, সাতক্ষীরা।