উত্তর : কোন বিশেষজ্ঞ ডাক্তার বা বিজ্ঞানীরা গবেষণা করে মানবদেহের জন্য ক্ষতির কোন বিষয়ে জানালে তা থেকে সতর্ক থাকা মুসলিমদের জন্য কর্তব্য। কেননা আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّہۡلُکَۃِ ‘আর তোমরা নিজেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ কর না’ (সূরা আল-বাক্বারাহ : ১৯৪)। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) ও উবাদাহ ইবনুছ ছামিত (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, لَا ضَرَرَ وَلَا ضِرَارَ‘তোমরা নিজের বা অন্যের ক্ষতি করতে পারবে না এবং তোমরা পরস্পর (প্রতিশোধের ভিত্তিতে) একে অপরের ক্ষতি করতে পারবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৬৯, ২৩৭০, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : সামিউল ইসলাম, রাজশাহী।