উত্তর : হাদীছের ছহীহ ও যঈফ যাচাইয়ের জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয় এবং এর জন্য অনেক গবেষণারও প্রয়োজন হয়। শুধু প্রশ্নে উল্লেখিত বিষয়গুলো দিয়েই কোন হাদীছকে ছহীহ বা যঈফ সাব্যস্ত করা যায় না। যেমন পূর্বের মুহাদ্দিছগণ আমাদের জন্য সহজ পদ্ধতি নির্ধারণ করে গেছেন। যাকে ‘মারাতিবুছ ছহীহ’ বা ছহীহ হাদীছের স্তর বলে। যেমন- ১. মুত্তাফাক্ব আলাইহ ২. ছহীহুল বুখারী ৩. ছহীহ মুসলিম ৪. ইমাম বুখারী ও মুসলিমের শর্তে যদিও তারা বর্ণনা করেননি ৫. ইমাম বুখারীর শর্তে ৬. ইমাম মুসলিমের শর্তে এবং ৭. অন্যান্য ইমামের মন্তব্যে হাদীছকে ছহীহ হওয়ার বিভিন্ন স্তর নির্ধারণ করা হয়েছে (বিস্তারিত দ্রষ্টব্য : মুস্তালাহ মিন আত্বইয়াব, পৃ. ১৫-১৭)।
প্রশ্নকারী : মিনহাজ, হড়গ্রাম, রাজশাহী।