উত্তর : কোন প্রকার বিদ‘আতী কাজে সহযোগিতা করা যাবে না। বিদ‘আতীকে আশ্রয় দেয়াও বড় অপরাধ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কেউ যদি কোন বিদ‘আতীকে আশ্রয় দেয়, তাহলে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ (ছহীহ মুসলিম, হা/৩৬৫৭; নাসাঈ, হা/৪৪৩৯)। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও কল্যাণের কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা কর, গুনাহ ও সীমালংঘনের কাজে সহযোগিতা কর না’ (সূরা আল-মায়িদাহ : ২)। সুতরাং যেখানে কোন গুনাহ হয় সেখানে কোন ধরণের সহযোগিতা করা যাবে না। আর শিরক-বিদ‘আত যেহেতু সবচেয়ে বড় অপরাধ, সেহেতু এজন্য কোন সহযোগিতা করাও বড় অপরাধ হিসাবে গণ্য হবে।
প্রশ্নকারী : আব্দুর রহমান, ঝিনাইদহ।