উত্তর : আবদুল্লাহ ইবনে উমার (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়,
هَلْ كَانَ أَصْحَابُ النَّبِيِّ ﷺ يَضْحَكُوْنَ؟ قَالَ: «نَعَمْ، وَالْإِيْمَانُ فِيْ قُلُوْبِهِمْ أَعْظَمُ مِنَ الْجِبَالِ.
‘আল্লাহর রাসূল (ﷺ)-এর ছাহাবীরা কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ, তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩ পৃ.; মুছান্নাফে আব্দুর রাযযাক, ১১/৪৫১, হা/২০৯৭৬; হিলইয়াতুল আউলিয়া, ১/২২১ পৃ.)। উক্ত হাদীছটির সনদ যঈফ। কারণ তাতে ইনকিতা-বিচ্ছিন্নতা আছে। কাতাদা ইবনু উমার হতে হাদীছটি শুনেননি। তবে এর মতনের অর্থকে অনেক মুহাদ্দিছ শাহেদ ও মুতাবাআতের ভিত্তিতে হাসান বলেছেন। এর শাহেদ সনদগুলো নিম্নোল্লেখিত কিতাবসমূহে আছে (মুছান্নাফে আব্দুর রাযযাক, ৯/১৬৩ পৃ.; হিলয়াতুল আউলিয়া, ১/৩১১ পৃ.; মুছান্নাফে ইবনু আবি শাইবা, ১৯/১৯৪ পৃ.)।
তবে ছাহাবীগণ হাসতেন মর্মে অনেকগুলো ছহীহ বর্ণিত হয়েছে। স্বয়ং ছহীহ মুসলিমে একটি বর্ণনা এসেছে। জাবের ইবনু সামুরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, وَكَانُوْا يَتَحَدَّثُوْنَ فَيَأْخُذُوْنَ فِىْ أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُوْنَ وَيَتَبَسَّمُ ‘তারা (ছাহাবীগণ) জাহিলিয়্যাতের সময়কার গল্প করতেন এবং তা নিয়ে হাসাহাসি করতেন এবং মুচকি হাসতেন’ (ছহীহ মুসলিম, হা/৬৭০; মিশকাত, হা/৪৭৪৭)।
প্রশ্নকারী : আব্দুর রব, মাদারীপুর।