উত্তর : ছালাতের পূর্বশর্ত হল- ত্বাহারাত বা ওযূর মাধ্যমে পবিত্রতা অর্জন করা। শরীরের পবিত্রতার সাথে ওযূও করতে হবে। ওযূ ভাঙ্গার অন্যতম কারণ পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া (তিরমিযী, হা/৭৪, সনদ ছহীহ)। সর্বসম্মিতিক্রমে পেশাব অপবিত্র। তা শরীরে, কাপড়ে বা স্থানে থাকা অবস্থায় তার ছালাত সিদ্ধ হবে না। সেক্ষেত্রে ছালাত অবস্থায় দুই এক ফোঁটা পেশাব পতিত হলে ছালাত বাতিল হবে এবং আবার ওযূ করে পবিত্র হয়ে পুনরায় ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : যুবায়ের আহমাদ, গাজীপুর।