উত্তর : যাবে না। কারণ শব্দ দু’টি অতীত কালের সঙ্গে সম্পৃক্ত। যার অর্থ দয়া করা হয়েছে ও ক্ষমা করা হয়েছে। অথচ কোন মানুষই জানে না যে, মৃত ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে কি-না। তাই এই ধরনের শব্দ ব্যবহার করা ঠিক নয়। বরং তাদের জন্য সাধারণ দু‘আ পড়া যায় (ছহীহ মুসলিম, হা/৯৬৩; মিশকাত, হা/১৬৫৫)। তবে দু‘আ করার জন্য ‘রাহিমাহুল্লাহ’, ‘গফারাল্লাহু লাহু’ বলা যায়।
প্রশ্নকারী : মামুন বিন হাশমত, কুষ্টিয়া।