উত্তর : লায়লাতুল ক্বদরের নামে পৃথক নিয়তে ৮ বা ১২ রাক‘আত নফল ছালাত আদায়ের কোন দলীল নেই। লায়লাতুল ক্বদরে অন্যান্য রাত্রির ন্যায় তারাবীহ বা তাহাজ্জুদ ৮ রাক‘আত সহ বিতর পড়তে হবে। এতদ্ব্যতীত বেশি বেশি তাসবীহ-তাহলীল ও কুরআন তেলাওয়াতে করতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) রামাযানের শেষ দশকের রাত্রিগুলোতে দীর্ঘ ইবাদতে রত থাকতেন ও পরিবার-পরিজনকে এজন্য জাগাতেন ও উদ্বুদ্ধ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৪; ছহীহ মুসলিম, হা/১১৭৪; মিশকাত, হা/২০৯০)।
প্রশ্নকারী : হিযবুল্লাহ, পাবনা।