উত্তর : ঈদগাহে আসার জন্য মানুষকে আহ্বান করা শরী‘আত সম্মত নয়। এটা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঠোরভাবে নিষেধ করেছেন। এ জন্য এ ছালাতে আযানও নেই, ইক্বামতও নেই (ছহীহ মুসলিম, হা/৮৮৬; মিশকাত, হা/১৪৫১; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৬৭, ৩/২১৭ পৃ.)। ছালাতের পূর্বে বিভিন্ন ব্যক্তির আলোচনা করা বিদ‘আতের অন্তর্ভুক্ত। বরং ছালাত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকে নিজ তাকবীর, তাসবীহ পাঠ করবে।
প্রশ্নকারী : রেযওয়ান, গাইবান্ধা।