উত্তর : এমতাবস্থায় সে দাঁড়িয়ে অবশিষ্ট ছালাত পূর্ণ করে নিবে এবং শেষে সাহুসিজদা দিবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘নবী (ﷺ) আমাদের নিয়ে যোহর বা আছরের ছালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল-ইয়াদাইন (রাযিয়াল্লাহু আনহু) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! ছালাত কি কম হয়ে গেল? নবী (ﷺ) তাঁর ছাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সে যা বলছে, তা কি ঠিক? তাঁরা বললেন, হ্যাঁ। তখন তিনি আরও দু’রাক‘আত ছালাত আদায় করলেন। পরে দু’টি সাজদা করলেন। সা‘দ (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ‘উরওয়াহ ইবনু যুবায়র (রাহিমাহুল্লাহ)-কে দেখেছি, তিনি মাগরিবের দু’রাক‘আত ছালাত আদায় করে সালাম ফিরালেন এবং কথা বললেন। পরে অবশিষ্ট ছালাত আদায় করে দু’টি সাজদাহ করলেন এবং বললেন, নবী (ﷺ) এ রকম করেছেন’ (ছহীহ বুখারী, হা/১২২৭)।
প্রশ্নকারী : মারুফুল হক, টাঙ্গাইল।