উত্তর : মৃত ব্যক্তি সম্পর্কে জনগণের কাছে এ ধরনের স্বীকারোক্তি নেয়া শরী‘আত সম্মত নয়। তবে মানুষ নিজেদের পক্ষ থেকে স্বেচ্ছায় যা বলবে সেটাই মৃত ব্যক্তির জন্য গৃহীত হবে। খারাপ মন্তব্য হোক বা ভাল হোক (ছহীহ বুখারী, হা/১৩৬৭, ১/১৮৩ পৃ. (ইফাবা হা/১২৮৩, ২/৪১৮ পৃ.); মিশকাত, হা/১৬৬২)। ফেরেশতাগণ এর প্রতি আমীন বলেন (ছহীহ মুসলিম, হা/৯১৯; মিশকাত, হা/১৬১৭ ও ১৬১৯)। তবে মৃত ব্যক্তির গুণ উল্লেখ করা সম্পর্কে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ তিরমিযী, হা/১০১৯, ১/১৯৮ পৃ.)। সুতরাং উক্ত অভ্যাস সত্বর পরিত্যাজ্য।
প্রশ্নকারী : আব্দুল আযীয, রাজনগর, সাতক্ষীরা।