উত্তর : যাবে। কারণ অপবিত্র বস্তুর তালিকায় চুল নেই। তাই চুল শরীরে লেগে থাকা অবস্থায় ছালাতের কোন সমস্যা নেই। তবে ছালাতের জন্য যরূরী হল- পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া ও সৌন্দর্য অবলম্বন করা (সূরা আল-আ‘রাফ : ৩৩)। অতএব চুলসহ যেকোন ময়লা থাকলে পরিচ্ছন্ন হয়ে ছালাত আদায় করা বা মসজিদে আসা উচিত।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, জামালপুর।