উত্তর : এ প্রথার কোন ভিত্তি নেই। রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন কিছু উদ্ধৃত হয়নি যে, তিনি ছালাতের ইক্বামত ও ছালাতে প্রবেশের মাঝখানে দু‘আ করতেন এবং এমন কিছুও উদ্ধৃত হয়নি যে, তিনি এ সময় দুই হাত তুলতেন। বরং এমন কিছু করা ঠিক নয়। কেননা এটি সুন্নাহ পরিপন্থী আমল’ (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, ২/১০৫৮ পৃ.)।
প্রশ্নকারী : জিয়া, গোপালগঞ্জ।