উত্তর : মুহকাম (مُحْكَم) সেই আয়াতসমূহকে বলা হয় যাতে যাবতীয় আদেশ-নিষেধ, বিধি-বিধান, মাসলা-মাসায়েল এবং ইতিহাস ও কাহিনী আলোচিত হয়েছে; যার অর্থ স্পষ্ট ও দ্ব্যর্থহীন এবং যেগুলো বুঝতে কোন প্রকার অসুবিধা হয় না। আর মুতাশাবিহ (مُتَشَابِه) আয়াতগুলোর বিপরীত। যেমন আল্লাহর সত্তা, ভাগ্য সম্পর্কীয় বিষয়াদি, জান্নাত ও জাহান্নাম এবং ফিরিশতা ইত্যাদির ব্যাপার। অর্থাৎ এমন বাস্তব জিনিস যার বাস্তবতা উপলব্ধি করতে মানুষের জ্ঞান-বুদ্ধি অপারগ, অথবা যে ব্যাপারে এমন ব্যাখ্যা করার অবকাশ রয়েছে বা তাতে এমন অস্পষ্ট-দ্ব্যর্থতা থাকে যে, তার দ্বারা সাধারণ মানুষকে বিভ্রান্তি ও ভ্রষ্টতায় ফেলা সম্ভব হয় (তাফসীরে আহসানুল বায়ান, সূরা আল ইরানের ৭ নং আয়াতের ব্যাখ্যা)।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল, ঢাকা।