উত্তর : প্রত্যেক মুছল্লীর করণীয় হল- যোহর-আছর ছালাতের প্রথম দু’রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এবং শেষ দু’রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়া (ছহীহ বুখারী, হা/৭৭৬)। তাই ইমামের সাথে ছুটে যাওয়া ছালাত তার ৪র্থ রাক‘আত হিসাবে গণ্য হবে। তাতে শুধু সূরা ফাতিহা পড়াটা আবশ্যক; সাথে অন্য সূরা পড়া লাগবে না।
প্রশ্নকারী : রাশেদ পারভেজ, বাকলিয়া, চট্টগ্রাম।