উত্তর : সাইনোসাইটিস হল এক প্রকার যন্ত্রণাদায়ক রোগের নাম। আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতরে কিছু ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে। কোন কারণে যদি সাইনাসগুলোর মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। (দ্র.: উইকিপিডিয়া)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী সাইনোসাইটিস রোগীর পেটের ভেতরে নাকের শ্লেষ্মা, রক্ত অথবা অন্য কোন কিছু চলে গেলে ছিয়াম নষ্ট হবে না। কারণ এটি পানাহারের অন্তর্ভুক্ত নয়। তবে বাহিরে নিক্ষেপ করতে সক্ষম হলে বেশি ভাল এবং অধিক নিরাপদ’ (আশ-শারহুল মুমতি‘, ৬/৪২৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২১৮২০)।
প্রশ্নকারী : সাইদুর রহমান, দিগনগর, গোপালগঞ্জ।