উত্তর : হাদীছটি জাল (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/৪৯৯৭; সিলসিলা যঈফাহ, হা/৫৪২)। তবে নিম্নের হাদীছটি ছহীহ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘তোমরা হজ্জ ও ওমরাহ কর। হজ্জ-ওমরাহ মানুষের দরিদ্রতা দূর করে ও পাপ মিটিয়ে দেয়, যেভাবে হাপর সোনা ও লোহার মরিচা দূর করে। আর কবুল হজ্জের নেকী হল জান্নাত’ (তিরমিযী, হা/৮১০; মিশকাত, হা/২৫২৪, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : ফাহিম, সাতক্ষীরা।