উত্তর : এ ধরনের জামা কাপড় পরিধান করতে কোন সমস্যা নেই। তবে যদি কোন ধর্মের প্রতীক হয়ে থাকে সে ক্ষেত্রে অবশ্যই তা ব্যবহার করা যাবে না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।
প্রশ্নকারী : আদনান হাবীব, কুমিল্লা।