উত্তর : উক্ত কথা ভিত্তিহীন। শুধু আল্লাহই রক্ষা করার মালিক। অন্য কাউকে সে ক্ষমতার অধিকারী বলে মনে করা তাওহীদ পরিপন্থী। কুরআনে বিস্তারিত মূসা (আলাইহিস সালাম)-এর ঘটনা বর্ণিত হয়েছে। সমুদ্রে নিক্ষেপ হওয়া ও ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার ঘটনা সুস্পষ্টভাবে কুরআনে উল্লেখ রয়েছে (সূরা আল-ক্বাছাছ : ১-১৩)। অথচ সেখানে এ বিষয়ে কোন আলোচনা নেই।
প্রশ্নকারী : নিলয়, মীরপুর, ঢাকা।