উত্তর : আল্লাহু, আর-রাহমানু, আর-রহীমু, আল-মালিকু, আল-কুদ্দূসু, আস-সালামু, আল-মু’মিনু, আল-মুহায়মিনু বলে পাঠ করতে হবে। কারণ আল্লাহর গুণবাচক নামসমূহ এভাবেই হাদীছে বর্ণিত হয়েছে (তিরমিযী হা/৩৫০৭; মিশকাত হা/২২৮৮)। তবে ‘ইয়া আল্লাহ’, ‘ইয়া রহমান’, ‘ইয়া রহীম’ ইত্যাদি আল্লাহর গুণবাচক নামসমূহ উল্লেখ করে দু‘আ করা যাবে (ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ২২তম খণ্ড, পৃ. ৪৮৭; ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২৪তম খণ্ড, পৃ. ৪০৩)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, চাঁদপুর।