উত্তর : মসজিদের ক্বিবলা বরাবর টয়লেট থাকলে সেখানে ছালাত আদায় করা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছালাতের স্থান বিষয়ে ৩টি বিষয় নিষেধ করেছেন। ১. পায়খানা ২. সাধারণ গোসলখানা এবং ৩. কবরস্থান (মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/১৫৮৩; আলবানী, ছামারুল মুস্তাতাবা, ১ম খণ্ড, পৃ. ৩৯২)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মুছল্লীদের জন্য উচিত নয় যে, ক্বিবলার দিকে কবর, বাথরুম অথবা পায়খানা নিয়ে ছালাত আদায় করবে’ (আল-মুগনী, ২য় খণ্ড, পৃ. ৪৭৩)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ক্বিবলার দিকে কবর থাকলে মূর্তির সামনে ছালাত আদায়ের শামিল, যা হারাম। যদিও মুছল্লী মূর্তিপূজার নিয়ত না করে। অনুরূপ বাথরুম ও পায়খানা শয়তানের আবাস, যা থেকে বাঁচার জন্য আমরা দু‘আ পড়ে থাকি। তাহলে ছালাতের সময় আমরা কিভাবে সেগুলোকে সামনে নিয়ে ছালাত আদায় করতে পারি’ (শারহুল উমদাহ, ২য় খণ্ড, পৃ. ৪৮১)।
প্রশ্নকারী : মাসুদ রানা, পুঠিয়া, রাজশাহী।