উত্তর : উক্ত ঘটনাটি সূরাহ আত-তওবার ৭৫ নং আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে। কিন্তু এর ছহীহ কোন ভিত্তি নেই। ইমাম ইবনু হাযম, কুরতুবী, যাহাবী, ইবনু হাজার, হাফেয ইরাক্বী এবং শায়খ আলবানী (রাহিামুহুল্লাহ) প্রমুখ মুহাদ্দিছ এ ঘটনাকে প্রত্যাখ্যান করেছেন (আসবাবুল খুত্বা ফিত তাফসীর, ২য় খণ্ড, পৃ. ৬০১-৬০৩; ফাৎহুল বারী, ৩য় খণ্ড, পৃ. ২৬৬; যঈফুল জামে‘, হা/৪১২২)।
প্রশ্নকারী : শাহাবুদ্দীন, চাঁদপুর।