উত্তর : উক্ত দু‘আ পড়া সুন্নাত। পড়া হয়েছে কিনা এমন সন্দেহ হলেও সাহু সিজদা দেয়া লাগবে না। সাধারণত সাহো সিজদা চারটি কারণে দেয়া হয়। (১) ছালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম ফিরালে (২) ছালাত কম-বেশি হলে (৩) তাশাহ্হুদ ছুটে গেলে ও (৪) ছালাতে সন্দেহ হলে (বিস্তারিত দ্র. যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ.)। তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন এবং ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে (ফাৎহুল বারী লিইবনি রজব, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৫৬)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, রাজশাহী, হড়গ্রাম।