উত্তর : উছূলে হাদীছের পরিভাষায় ছাহাবীদের কথা, কর্ম ও অনুমোদনকে আছার বলে। কারো মতে হাদীছের সমর্থক শব্দ আছার (মিন আত্বইয়াবি মানহ, পৃ. ৮)। আর মারফূ’ বলা হয় ঐ হাদীছকে, যা রাসূল (ﷺ) পর্যন্ত পৌঁছেছে। তাহলে যে আছার বা হাদীছের বর্ণনার সূত্র রাসূল (ﷺ) পর্যন্ত পৌঁছেছে তাকেই মারফূ’ আছার বলে। আমল করার ক্ষেত্রে এমন কথা নিশ্চিতভাবে বলা যাবে না যে, এর উপর আমল করা যাবে; বা যাবে না। কারণ আমল নির্ভর করে ছহীহ হাদীছের উপর। সুতরাং আছারটি ছহীহ হতে হবে এবং ছহীহ হাদীছের বিরোধী না হলে তার উপর আমল করা যবে।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।