উত্তর : কথাটি সরাসরি এভাবে বলা যাবে না। কারণ উক্ত ছালাতের ব্যাপারে হাদীছের নির্দেশটা খুব শক্ত। তাই বিষয়টি গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। যেমন শায়খ উছায়মীন (রহ) এই ছালাতকে ওয়াজিব বলেছেন এবং দলীল দ্বারা প্রমাণ করেছেন। যদিও অনেক ইমাম একে সুন্নাত বলেছেন (ফাৎহুল বারী, ১/১৩৮ ও ৫/২২৬ পৃ.)।
প্রশ্নকারী : নাঈম, বগুড়া।