উত্তর : হাঁটুর ওপর কাপড় উঠালে ওযু নষ্ট হবে না। এটা ওযু নষ্ট হওয়ার কারণের অন্তর্ভুক্ত নয় (ফাতাওয়া আরকানুল ইসলাম, ফৎওয়া নং-২৭০)। তবে যতটুকু আওরত তা না ঢাকলে ব্যক্তি গুনাহগার হবে। লজ্জাস্থানের পর্দার হেফাযত করা ফরয। আর ওযূ করে খাবার খেয়ে ছালাতে দাঁড়ানো যাবে। এতে কোন সমস্যা নেই।
প্রশ্নকারী : রুকন, সরিষাবাড়ী, জামালপুর।