উত্তর : বৈধ নয়। কারণ আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উলকি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রু চেঁছে সরু করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে (ছহীহ বুখারী, হা/৪৮৮৬; ছহীহ মুসলিম, হা/২১২৫; মিশকাত, হা/৪৪৩১)।
প্রশ্নকারী : তামান্না আফরোজা, চট্টগ্রাম।