উত্তর : রামাযান কিংবা অন্য যেকোন সময়ে মৃত ব্যক্তির নামে কুরআন খতম করা জায়েয নয়। এটা বিদ‘আতী প্রথা, যা পরিত্যাগ করা অপরিহার্য। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় হল, দু‘আ করা, ছাদাক্বা করা (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবূ দাঊদ, হা/২৮৮০), ঋণ পরিশোধ করা (ছহীহ বুখারী, হা/২২৯৮) এবং মৃত ব্যক্তির বন্ধু পরিবারের সাথে সদ্ব্যবহার করা (ছহীহ মুসলিম, হা/২৫৫২; আবূ দাঊদ, হা/৫১৪৩; তিরমিযী, হা/১৯০৩; মিশকাত, হা/৪৯১৭)। উল্লেখ্য যে, রামাযান কিংবা অন্য মাসে বিভিন্ন উদ্দেশ্যে বাড়ী বাড়ী কুরআন খতম করাও বিদ‘আতী প্রথা। প্রত্যেক ব্যক্তি রামাযানে বেশী বেশী কুরআন তেলাওয়াত করবে এটাই সুন্নাত (ছহীহ বুখারী, হা/৪৯৯৭)। তাছাড়া অন্যের জন্য কুরআন তেলাওয়াত করার কোন বিধান নেই।
প্রশ্নকারী : আব্দুল হান্নান, লক্ষ্মীপুর।