উত্তর : এটা নিষিদ্ধ ও হারাম। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা লা‘নত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রƒর চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে (ছহীহ বুখারী, হা/৪৮৮৬)। তবে বগল ও গুপ্তাঙ্গের লোম উপড়িয়ে ফেলা যাবে (ছহীহ বুখারী, হা/৫৮৮৯, ৬২৯৭; আব্দুল মুহসিন আল-আব্বাদ, শারহু সুনানি আবী দাঊদ, ২৩ তম খণ্ড, পৃ. ৩৫৩-৩৫৪)।
প্রশ্নকারী : হাসান, চারঘাট, রাজশাহী।