উত্তর : যদি হারাম না হয় এবং মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর না হয়, তাহলে মসজিদে যেকোন বই পড়াতে কোন দোষ নেই। কোন বই, পত্রিকা বা সাময়িকী ইত্যাদিতে কোন অশ্লীল ছবি বা খারাপ কোন দৃশ্য না থাকলে মসজিদে বসে পড়া যাবে। এমনকি তার প্রয়োজন এমন অন্যান্য বিষয় গণিত, ভূগোল, ইতিহাসও পড়া যাবে (ড. আব্দুল্লাহ আল-ফাক্বীহ, ফাতাওয়াউশ শাবকাতিল ইসলামিয়্যাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৫০৬৩, ফৎওয়া নং-৪৬৪৮০)।
প্রশ্নকারী : অন্তর, দূর্গাপুর, রাজশাহী।