উত্তর : ছালাতে প্রতি বেজোড় রাক‘আত শেষে সামান্য সময় বসা মুস্তাহাব। মালিক ইবনু হুয়াইরিছ লাইসী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ছালাত আদায় করতে দেখেছেন। তিনি তাঁর ছালাতের বেজোড় রাক‘আতে (সিজদাহ হতে) উঠে না বসে দাঁড়াতেন না (ছহীহ বুখারী, ৮২৩; তিরমিযী, হা/২৮৭; নাসাঈ, হা/১১৫২; আবূ দাঊদ, হা/৮৪৪)।
প্রশ্নকারী : রাশেদ খান, দৌলতপুর, কুষ্টিয়া।