উত্তর : সরবে পড়বে, উচ্চৈঃস্বরে পড়বে না। কারণ পুরুষ ও মহিলাদের ছালাতের মধ্যে পদ্ধতিগত কোন পার্থক্য নেই। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জনৈকা মহিলাকে তার পরিবারের ইমামতি করার নির্দেশ প্রদান করেছিলেন (আবু দাঊদ, হা/৫৯২; দারাকুৎনী, হা/১৫২৪; ইরওয়াউল গালীল, হা/৪৯৩, ২/২৫৫ পৃ., সনদ হাসান)।
প্রশ্নকারী : উম্মে জামিলা, বগুড়া।