উত্তর : রিযিক বৃদ্ধির কিছু আমল হল : আল্লাহ তা‘আলাকে ভয় করা (সূরা আত-ত্বালাক্ব: ২-৩)। ছালাত আদায় করা (সূরা ত্বো-হা: ১৩২)। বেশি বেশি ইস্তেগফার করা (সূরা আন-নূহ: ১০-১২)। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বেশি বেশি দান ছাদাক্বাহ করা (সূরা সাবা: ৩৯)। বেশি বেশি হজ্জ উমরাহ করা। বেশি বেশি তু‘আ করা। সর্বোপরি, আনুগত্যের সকল কাজের মাধ্যমেই রিযিক বৃদ্ধি হয়।
প্রশ্নকারী : যাকারিয়া, মেহেরপুর।