উত্তর : টার্কী বা যে কোন জাতের মুরগীর গোশত হালাল। কেননা এটি দন্ত ও নখর বিশিষ্ট কোন হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত নয়। যাহদাম (রাযিয়াল্লাহু আনহু)) হতে বর্ণিত, তিনি বলেন,
كُنَّا عِنْدَ أَبِىْ مُوْسَى الْأَشْعَرِىِّ وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ هَذَا الْحَىِّ مِنْ جَرْمٍ إِخَاءٌ فَأُتِىَ بِطَعَامٍ فِيْهِ لَحْمُ دَجَاجٍ وَفِى الْقَوْمِ رَجُلٌ جَالِسٌ أَحْمَرُ فَلَمْ يَدْنُ مِنْ طَعَامِهِ قَالَ ادْنُ فَقَدْ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْهُ
‘আমরা আবু মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু)-এর কাছে ছিলাম। জারমের এ গোত্র আমাদের মাঝে ভ্রাতৃত্ব ছিল। আমাদের কাছে খাদ্য আনা হল। তাতে ছিল মোরগের গোশত। দলের মধ্যে লাল রংয়ের এক ব্যক্তি বসা ছিল। সে খাবারের কাছে গেল না। তখন আবু মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) বললেন, এগিয়ে এসো, আমি নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে মোরগের গোশতা খেতে দেখেছি’ (ছহীহ বুখারী, হা/৫৫১৮; ছহীহ মুসলিম, হা/১৬৪৯)।
প্রশ্নকারী : যিয়াউর রহমান, সিরাজগঞ্জ।