উত্তর : ছালাত হবে না। ছালাতের শিক্ষা নিয়ে তা আদায় করতে হবে (সূরা আন-নাহল : ৪৩)। জনৈক ছাহাবী রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে তিনবার ছালাত আদায় করেন। কিন্তু তিনি তিনবারই তাকে বলেন, তুমি ফিরে যাও এবং ছালাত আদায় কর, তুমি ছালাত আদায় করোনি (ছহীহ বুখারী, হা/৭৫৭; ছহীহ মুসলিম, হা/৩৯৭; মিশকাত, হা/৭৯০)। ঐ ব্যক্তি তিন তিনবার অতি সাবধানে ছালাত আদায় করেও পদ্ধতি মোতাবেক না হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি। অন্য হাদীছে এসেছে, হুযায়ফাহ (রাযিয়াল্লাহু আনহু) জনৈক ব্যক্তিকে ছালাতে রুকূ-সিজদা পূর্ণভাবে আদায় করতে না দেখে ছালাত শেষে তাকে বললেন, তুমি ছালাত আদায় করনি। যদি তুমি এই অবস্থায় মারা যাও, তাহলে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে যে ফিৎরাতের উপর আল্লাহ সৃষ্টি করেছেন, ঐ ফিৎরাতের বাইরে মারা যাবে (ছহীহ বুখারী, হা/৭৯১, ১/১০৯ পৃ., (ইফাবা হা/৭৫৫); মিশকাত, হা/৮৮৪, পৃ. ৮৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৮২৪, ২/২৯৫ পৃ.)। এমনকি ভুলভাবে ৪০ বছর তথা সারা জীবন ছালাত আদায় করে, তাহলে তা কবুল করা হবে না (নাসাঈ, হা/১৩১২, ১/১৪৭ পৃ., সনদ ছহীহ)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, মৌলভীবাজার।