উত্তর : যাবে না। নবী (ﷺ) বলেছেন, لَا وِتْرَانِ فِيْ لَيْلَةٍ ‘একই রাতে দুইবার বিতর হয় না’ (আবূ দাঊদ, হা/১৪৩৯; তিরমিযী, হা/৪৭০; নাসাঈ, হা/১৬৭৮)। তাই প্রথম রাত্রে বিতর পড়লে শেষ রাতে শুধু তাহাজ্জুদ পড়বে (দারেমী হা/১৬৪৭; মিশকাত হা/১২৮৬, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : শাকিল, পাবনা।