উত্তর : যাবে না। কারণ মাদুলী হল তাবীয। আর যেকোন ধরনের তাবীয ব্যবহার করা শিরক। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি তাবীয লটকালো সে শিরক করল (মুসনাদে আহমাদ, হা/১৬৯৬৯; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৪৯২)।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ।