উত্তর : যাবে। কারণ পানি না থাকার কারণে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঢিল ব্যবহার করেছেন (বুখারী হা/১৫৫)। কেননা শৌচ কার্যে প্রত্যেক জড়, পবিত্র ও অপবিত্রতাকে দূর করে এমন জিনিস ব্যবহার করা বৈধ। টিস্যু ব্যবহার বৈধ হওয়ার শর্ত হল- টিস্যু দিয়ে কমপক্ষে তিনবার মুছতে হবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনটি পাথরের কমে কুলুখ ব্যবহার করতে নিষেধ করেছেন (বুখারী হা/১৫৬)। তিনবারে যদি পরিষ্কার হয়ে যায় তবে যথেষ্ট। আর বিজোড় সংখ্যা করা মুস্তাহাব’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৩৬১৬০)।
প্রশ্নকারী : ইমদাদুল্লাহ শাহ, পশ্চিমবঙ্গ, ভারত।