উত্তর : পিতা-মাতা উভয়ের সম্পদ তার সন্তানরা পাবে। পিতার মৃত্যুর পর মা-সহ যেভাবে বন্টন হয়েছিল, বর্তমানে মায়ের সম্পদও ভাই বোনের মাঝে বন্টন হবে। এক্ষেত্রে ভাই যা পাবে, বোন তার অর্ধেক পাবে (সূরা আন-নিসা : ১১-১২)।
প্রশ্নকারী : আহমাদ বিন আক্কাছ, সিলেট।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ৩৬৪ বার পঠিত