উত্তর : অশ্লীল গান-বাজনা ও নাচানাচি জঘন্য অপরাধ। তাই শিল্পী ও নর্তকীদের উপার্জন হারাম। এটি কবীরা গোনাহের অন্তর্ভুক্ত। রাসূল (ﷺ) বলেন, ‘তোমরা নর্তকীদের বিক্রি করবে না, তাদের ক্রয় করবে না এবং তাদেরকে নৃত্য শিক্ষা দিবে না। তাদের উপার্জন হারাম’ (তিরমিযী, হা/১২৮২, সনদ হাসান)। এরা অভিশপ্ত। রাসূল (ﷺ) এদের বিরুদ্ধে বদদু‘আ করতে বলেছেন (মুসনাদে আহমাদ, হা/৭০৮৩; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/২৬৮৩)। পুরুষ শিল্পীদের জন্যও একই হুকুম। কারণ এটা জঘন্য বেহায়াপনা। আল্লাহ প্রকাশ্য ও গোপন সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন’ (সূরা আল-আ‘রাফ: ৩৩)।
প্রশ্নকারী : বুশরা, ঢাকা।