উত্তর : রুকূ অবস্থায় সিজদা বা তার এরিয়ার মধ্যে দৃষ্টি রাখতে হবে (মুস্তাদরাক হাকেম, হা/১৭৬১; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১০০০৮; ছিফাতু ছালাতিন নবী, পৃ. ৮৯; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৩৫৪-এর আলোচনা দ্র.)। আর ইমাম যখন ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলে, তখন মুক্তাদীগণও ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলবে (ছহীহ বুখারী, হা/৭৯৫)। অতঃপর নির্ধারিত দু‘আ পড়বে (ছহীহ বুখারী, হা/৭৯৯; মিশকাত, হা/৮৭৭)। তবে মুক্তাদীগণ শুধু ‘রাব্বানা লাকাল হামাদ’ বলতে পারে (আবূ দাঊদ, হা/৮৪৮-৮৪৮, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আলম, সিরাজগঞ্জ।