উত্তর : ‘ইসলাম প্রতিষ্ঠা করা’র অর্থ হল, মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ প্রতিষ্ঠা করার অর্থ হল- আল্লাহ তা‘আলা উম্মতের জন্য যা নির্ধারণ করেছেন এবং ফরয করেছেন সে অনুযায়ী আমল করা। আল্লাহর তাওহীদ ও তাঁর আনুগত্য করা এবং রাসূলগণ ও আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা। নবী-রাসূলগণ যা নিয়ে আগমন করেছেন, তা বাস্তবায়ন করা। আর সেটা হল- এককভাবে আল্লাহর ইবাদত করা, যার কোন শরীক নেই এবং ইসলামের সকল মৌলিক নীতিমালা ও শাখা-প্রশাখা বাস্তবায়ন করা (সূরা আশ-শূরা : ১৩; জামি‘ঊল বায়ান ফী তাফসীরিল কুরআন, ২০তম খণ্ড, পৃ. ৪৮১; আল-জামি‘ঊ লি আহকামিল কুরআন, ১৬তম খণ্ড, পৃ. ১০; তাফসীরুল কুরআনিল আযীম, ৭ম খণ্ড, পৃ. ১৯৪; তায়সীরুল কারীমির রহমান ফী তাফসীরুল কালামিল মান্নান, পৃ. ৭৫৪)। অতএব যখন কোন ব্যক্তি তার সার্বিক জীবনে ইখলাছের সাথে তাওহীদ তথা ইবাদত প্রতিষ্ঠা করবে এবং ত্বাগূত তথা গায়রুল্লাহর দাসত্বকে সম্পূর্ণরূপে বর্জন করবে, তখনই কেবল তাওহীদ প্রতিষ্ঠা তথা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। তবে এজন্য কোন চরমপন্থা ও অন্য কোন ইসলাম পরিপন্থী নীতি-আদর্শ অনুসরণ করা যাবে না। যেমন, বোমা হামলা, জঙ্গী তৎপরতা, বুলেট ও ব্যালট, পাশ্চাত্য দর্শন ইত্যাদি।
প্রশ্নকারী : নির্দিষ্ট লাইব্রেরী, চাঁপাই নবাবগঞ্জ।