উত্তর : প্রথমতঃ এই শ্রেণীর লোক কাপুরুষ এবং চরম লজ্জাহীন মূর্খ। তারা শরী‘আতের বিধান নিয়ে খেলা করে। উক্ত ঘটনায় যা ফুটে উঠেছে তা হল, ১. তিন ত্বালাক্ব একসাথেই প্রদান করেছে, যা কুরআন-সুন্নাহ বিরোধী। ২. ত্বালাক্ব রাগান্বিত অবস্থায় দিয়েছে, এটাও হাদীছ বিরোধী। স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের শারঈ মাধ্যম হল ত্বালাক্ব। আর শরী‘আতে ত্বালাক্ব দেয়ার নির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা অনুসরণ করেই ত্বালাক্ব সম্পন্ন করতে হয়। তাই কোন ব্যক্তি একসঙ্গে ৩ ত্বালাক্ব দিলে এক ত্বালাক্ব গণ্য হবে (ছহীহ মুসলিম, হা/১৪৭২)। দ্বিতীয়তঃ প্রচণ্ড রাগের কারণে যদি কেউ স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে এবং উক্ত অবস্থায় ত্বালাক্ব দেয় তাহলে ত্বালাক্ব হবে না (আবূ দাঊদ, হা/২১৯৫, সনদ হাসান; ফাতাওয়া শায়খ বিন বায, ২১তম খণ্ড, পৃ. ২৭৫)। কিন্তু স্বাভাবিক রাগ নিয়ে ত্বালাক্ব দিলে এক ত্বালাক্ব গণ্য হবে (ইসলাম সুওয়াল ও জওয়াব, ফৎওয়া নং ৯৬১৯৪)। অতএব তাদের এক ত্বালাক্ব সংঘটিত হয়েছে। তারা ঘর-সংসার করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না হয় তার জন্য সচেতন থাকতে হবে।
প্রশ্নকারী : রিনা আখতার, জার্মান।