উত্তর : উক্ত ফযীলত মিথ্যা ও বানোয়াট। সাধারণ মানুষকে ফযীলতের নামে ধোঁকা দেয়ার জন্যই এই ফযীলত আবিষ্কার করা হয়েছে। ছহীহ হাদীছে যে ফযীলত বর্ণিত হয়েছে আমাদেরকে সেটাই গ্রহণ করতে হবে। যেমন- জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, ‘আমার মসজিদে ছালাত আদায় করা মসজিদুল হারাম ব্যতীত অন্যান্য মসজিদের চেয়ে এক হাযার ছালাতের চেয়েও উত্তম। আর মসজিদে হারামে ছালাত আদায় করার ছওয়াব অন্যান্য মসজিদের চেয়ে ১ লক্ষ গুণ বেশী’ (ইবনু মাজাহ, হা/১৪০৬, সনদ ছহীহ; ছহীহ বুখারী, হা/১১৯০, ১/১৫৯ পৃ. (ইফাবা হা/১১১৭, ২/৩২৭ পৃ.); মিশকাত, হা/৬৯২)। উল্লেখ্য যে, মসজিদে আক্বছায় এক ছালাত আদায় করা ৫০ হাযার ছালাতের সমান এবং মসজিদে নববীতে এক ছালাত ৫০ হাযার ছালাতের সমান মর্মে বর্ণিত হাদীছ যঈফ (ইবনু মাজাহ, হা/১৪১৩, পৃ. ১০২; মিশকাত, হা/৭৫২, পৃ. ৭২; বঙ্গানুবাদ মিশকাত, হা/৬৯৬, ২/২৩৫ পৃ.)।
প্রশ্নকারী : হুমায়ুন, ঢাকা।